শুক্রবার, ১১ মে, ২০১৮ ০০:০০ টা

ওয়াহিদুল হককে জিজ্ঞাসাবাদের অনুমতি

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় গ্রেফতার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মুহাম্মদ ওয়াহিদুল হককে সেফহোমে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ গতকাল এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১০ জুলাই এ মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়।

প্রসিকিউটর জিয়াদ আল মালুম সাংবাদিকদের বলেন, আগামী ১৫ মে ধানমন্ডি তদন্ত সংস্থার সেফহোমে বেলা ১১ থেকে বিকাল ৪টা পর্যন্ত আইনজীবী ও চিকিৎসকের উপস্থিতিতে ওয়াহিদুল হককে জিজ্ঞাসাবাদ করা যাবে। একই সঙ্গে তার পক্ষে আইনি লড়াই চালাতে অ্যাডভোকেট মো. আবু হানিফ ও জাফর আলমকে নিয়োগের অনুমোদন দেন ট্রাইব্যুনাল।

সর্বশেষ খবর