শনিবার, ১২ মে, ২০১৮ ০০:০০ টা

সাবেক মন্ত্রী মাঈদুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের জাতীয় পার্টির সংসদ সদস্য সাবেক মন্ত্রী এ কে এম মাঈদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। ফুসফুসের জটিলতায় আক্রান্ত মাঈদুল ইসলাম বেশ কিছুদিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। পেশায় শিল্পপতি মাঈদুল ইসলাম ছয়বার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জনপ্রতিনিধি হিসেবে সংসদে এসেছিলেন। জিয়াউর রহমান ও এইচ এম এরশাদ সরকারের মন্ত্রিসভায়ও তিনি দায়িত্ব পালন করেন।

 এই সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

গতকাল আসাদ গেটের মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। আজ হেলিকপ্টারে কফিন নিয়ে যাওয়া হবে কুড়িগ্রামের উলিপুরে। উলিপুর স্টেডিয়াম মাঠে জানাজার পর আবার মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে। রবিবার বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং আসরের পর গুলশানের আজাদ মসজিদের আরও দুই দফা জানাজা হবে মাঈদুল ইসলামের। পরে বনানী কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

সর্বশেষ খবর