শনিবার, ১৯ মে, ২০১৮ ০০:০০ টা

ঢাকায় সংবাদ সম্মেলন মসজিদ নির্মাণে চাঁদা দাবি থানায় মামলা নিচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

মসজিদ নির্মাণে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে চাঁদা দাবি করার অভিযোগ তুলেছেন পটুয়াখালীর দুমকি উপজেলা পাংগাশিয়া ইউনিয়নের আবদুল মোতালেবের মেয়ে মোরশেদা বেগম। গতকাল রাজধানীর ক্রাইম রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। একইসঙ্গে তার বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগও করেন তিনি। এ ঘটনায় থানায় মামলা নিচ্ছে না বলেও জানান মোরশেদা বেগম।  মোরশেদা বেগম বলেন, ‘আমার চাচা হারুন-অর রশিদ দুবাই প্রবাসী হওয়ার সুবাদে দুবাইভিত্তিক দাতা সংস্থার সহায়তায় ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের মাধ্যমে আমাদের বাড়ির জায়গায় একটি মসজিদ ও মাদ্রাসা নির্মাণের জন্য ৪৫ লাখ টাকা বরাদ্দ দেন। মসজিদ নির্মাণ সামগ্রী আনা নেওয়া করতে হলে মেজর (অব.) ওহাবকে ৩ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে তার লোকজন জানায় এবং নির্মাণ কাজ বন্ধ করে দেয়।’ তিনি জানান, গত ১৮ এপ্রিল সকাল ৭টায় ওহাবের ছোট ভাই নেছার উদ্দিনের নেতৃত্বে ২০-৩০ জন সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায় এবং আমার পিতা আবদুল মোতালেবকে হুমকি দেয়। এ ঘটনায় থানায় মামলা দিতে গেলে ওসি জানান তারা এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় মামলা নেওয়া যাবে না।

পরবর্তীতে আমি ১১ জনকে আসামি করে আদালতে একটি সিআর মামলা দায়ের করি। তিনি আরও বলেন, এমতাবস্থায় তাদের হুমকি-ধমকি আরও বেড়ে গেছে। আমরা প্রাণ ভয়ে আছি। আমাদের নিরাপত্তা বিধানে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ দাবি করছি।

সর্বশেষ খবর