সোমবার, ২১ মে, ২০১৮ ০০:০০ টা

মৃত্যুদণ্ডের আইন বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক

মৃত্যুদণ্ডের আইন বাতিলের সুপারিশ করেছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। একইসঙ্গে এ আইন বাতিল না হওয়া পর্যন্ত ফাঁসি বন্ধ রাখার দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতিসংঘের মানবাধিকার পরিষদে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা : এইচআরএফবির অবস্থান’ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সুপারিশ তুলে ধরেন এইচআরএফবির সদস্য ও বেসরকারি সংস্থা স্টেপ স্টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার। এসময় উপস্থিত ছিলেন-অনুষ্ঠানের সমন্বয়ক আইন সালিশ কেন্দ্রের সমন্বয়কারী তামান্না হক রিতি, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির (বন্ধু) নির্বাহী পরিচালক সালেহ আহমেদ প্রমুখ।

সর্বশেষ খবর