সোমবার, ২১ মে, ২০১৮ ০০:০০ টা

বিএসটিআই ও অডিট অফিসে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

সেবার মান উন্নয়ন এবং ঘুষ-দুর্নীতির প্রবণতা বন্ধে এবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও অডিট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অ্যানফোর্সমেন্ট টিম।

গতকাল বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে এবং অডিট অফিস আকস্মিক পরিদর্শন করে দুদক টিম। দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন। দুদক জানায়, বিএসটিআই খাদ্যদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত লাইসেন্সিং ব্যবস্থায় যাতে কোনো দুর্নীতি না হয় এবং নির্দেশিত মানের খাদ্যপণ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করাই এ অভিযানের লক্ষ্য। অন্যদিকে অডিট অফিসে ঘুষ, বকশিশ ছাড়াই বিল যেন যথা সময়ে পাস হয়, তা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। এ প্রসঙ্গে দুদক অ্যানফোর্সমেন্ট অভিযান সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত মহাপরিচালক (প্রশাসন) মুনীর চৌধুরী বলেন, কিছু সরকারি অফিস-আদালতে ঈদের আগে ঘুষের প্রবণতা বেড়ে যায়। এসব অনাচার বন্ধ করতে অফিসগুলোকে নজরদারিতে রাখা হয়েছে। প্রয়োজনে ফাঁদের মাধ্যমে ঘুষ আদান-প্রদান হাতেনাতে ধরা হবে।

সর্বশেষ খবর