সোমবার, ২১ মে, ২০১৮ ০০:০০ টা
বাসের ধাক্কায় নাজিমের মৃত্যু

ড্রাইভার ও হেলপারের রিমান্ড শুনানি মঙ্গলবার

আদালত প্রতিবেদক

ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন কর্মকর্তা নাজিম উদ্দিনের মৃত্যুর ঘটনায় করা মামলায় দুই পরিবহন শ্রমিককে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই ইকবাল হোসেন আসামি ওহিদুল (ড্রাইভার) ও কামালকে (হেলপার) রিমান্ডে নেওয়ার এ আবেদন করেন। পরে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামি ওহিদুল দ্রুত ও বেপরোয়া গতিতে বাস চালিয়ে মোটরসাইকেলচালক নাজিমকে আঘাত করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে ঘটনাস্থলের পথচারীরা রক্তাক্ত আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া আসামি কামালের সহযোগিতায় অন্য পলাতক আসামিও দীর্ঘদিন ধরে একই কাজ করছে। এ ছাড়া আসামিরা প্রায়ই বেপরোয়া ও দ্রুতগতিতে বাস চালিয়ে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। ঘটনার দিন ও সময় একইভাবে বেপরোয়া বাস চালিয়ে উক্ত ঘটনা ঘটিয়েছে মর্মে জানায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহের জন্য এ আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মামলা সূত্রে জানা গেছে, রাজধানীর জুরাইনের বাসা থেকে পান্থপথের অফিসে যাচ্ছিলেন নাজিম।

 এ সময় মেয়র হানিফ ফ্লাইওভারে শ্রাবণ ও মঞ্জিল পরিবহনের বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে একটি বাসের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভায়রা আবদুল আলীম বাদী হয়ে মামলা করেন। ওই ঘটনায় শ্রাবণ পরিবহনের চালক ওহিদুল ও মঞ্জিল পরিবহনের চালকের সহকারী কামাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। নিহত নাজিম উদ্দিন (৩৮) ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন।

সর্বশেষ খবর