সোমবার, ২১ মে, ২০১৮ ০০:০০ টা

এ্যাপোলো হাসপাতালে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বিশ্বে প্রতিদিন ক্যান্সারে আক্রান্ত হয় ৩৫০ জন মানুষ। বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত মৃত্যুর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। কিন্তু রোগীর সংখ্যা বাড়লেও হাসপাতালের শয্যা এবং চিকিৎসকের সংখ্যা বাড়ছে না। তাই ব্লাড ক্যান্সার রোগীদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এ্যাপোলো হাসপাতাল ঢাকায় যাত্রা শুরু করছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিট।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাপোলো হসপিটালস ঢাকার চিফ অপারেটিং অফিসার ডা. রত্নদ্বীপ চাস্কার, এডাল্ট হেমাটলজি ও হিমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট বিভাগের কো-অর্ডিনেটর ও কনসালটেন্ট ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ, মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. শান্তি বান্সাল, মেডিকেল সার্ভিসেস বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার ডা. আরিফ মাহমুদ প্রমুখ।

এ্যাপোলো হাসপাতালে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের খরচের বিষয়ে ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, রোগীর চিকিৎসাসহ সব কিছু মিলিয়ে এই চিকিৎসায় ৬ থেকে ৮ লাখ টাকা খরচ হবে। তবে রোগীর শরীরে ইনফেকশন থাকলে খরচ কম-বেশি হতে পারে।

সর্বশেষ খবর