শুক্রবার, ২৫ মে, ২০১৮ ০০:০০ টা

ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার ও শ্যামলীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি এবং অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এ আদেশ দেন। মোহাম্মদপুর কাঁচাবাজারে দ্রব্যমূল্য তালিকা জনসমক্ষে প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রি করায় তিনটি সবজি দোকান ও তিনটি মুদি দোকানের প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ফুটপাত দখল করে দোকান পরিচালনা করায় ২টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শ্যামলীতে অস্বাস্থ্যকর খাবার বিক্রি করায় মুসলিম সুইটস ও কাঁচা লংকা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর