শনিবার, ২৬ মে, ২০১৮ ০০:০০ টা

নির্মাণকাজে অনিয়ম হলে ব্যবস্থা

---------- মত্স্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, খুলনা

মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাস্তাঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে। খুলনার জিরো পয়েন্ট থেকে সাতক্ষীরা পর্যন্ত সড়কের কাজ দ্রুত এগিয়ে চলছে। এ ছাড়া ডুমুরিয়া উপজেলায় পাঁচটি কলেজে ভবন, ১৯টি মাধ্যমিক ও ৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এসব ভবন নির্মাণে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মন্ত্রী খুলনার ডুমুরিয়ার কৈপুকুরিয়া মাগুরখালী ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয় কাম ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থার কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। দুর্যোগ মোকাবিলার জন্য সরকার প্রত্যন্ত অঞ্চলে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহনাজ বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেন, ইউপি চেয়ারম্যান বিমলকৃষ্ণ সানা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি কুমুদরঞ্জন মল্লিক। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধানচন্দ্র মণ্ডল।

সর্বশেষ খবর