শনিবার, ২৬ মে, ২০১৮ ০০:০০ টা

শিবগঞ্জের আজিজুল হাই কোর্টের নির্দেশনা আবারও ভাঙলেন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের উপর হাই কোর্টের নির্দেশনা ছিল, ‘শ্মশানের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ চেষ্টা করে আমি ভুল করেছি। এ ধরনের কাজ আর কোনো দিন করব না’ — লিখে টাঙিয়ে দিতে। কিন্তু সে নির্দেশনা অমান্য করে তিনি লিখেছেন, ‘শিবগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি এবং বানাইল মহাশ্মশান কমিটির নেতাদের উপস্থিতিতে জায়গা নিয়ে বিরোধ মীমাংসিত হয়।’ গতকাল বিকালে আজিজুল হক হাতে গোনা কয়েজনকে সঙ্গে নিয়ে বানাইল মহাশ্মশানে গিয়ে এ ব্যানার টাঙিয়ে দিয়েছেন। এ সময় তিনি সেখানে হিন্দু সম্প্রদায়ের ৫/৭ জনকে ডেকে নিয়ে ফটোসেশনও করেন। তবে এ সময় শতবর্ষী ‘বানাইল মহাশ্মশান কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা পূজা উদযাপন কমিটির নেতাদের কেউ উপস্থিত ছিলেন না। হাই কোর্টের নির্দেশনা এভাবে অমান্য করায় স্থানীয়রা হতবাক হয়েছেন।

প্রসঙ্গত, গতকাল সকাল থেকেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের অনুসারীরা সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন নেতাদের ফোন করে এবং সশরীরে গিয়ে জানান, গত ২৩ মে বিকালে আজিজুল হক যে ‘ক্ষমা’ চেয়েছেন, সেই বিষয়টি যথাযথ হয়নি। এজন্য তিনি আবার গতকাল বিকাল ৪টায় ‘নতুন করে ক্ষমা’ চাইবেন এবং ব্যানার টাঙাবেন। কিন্তু তার ‘ক্ষমা’ চাওয়ার ধরন দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। এর আগেও তিনি এ কাণ্ড করেছিলেন।

সর্বশেষ খবর