শনিবার, ২৬ মে, ২০১৮ ০০:০০ টা
সিপিবির সমাবেশে বক্তারা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃবৃন্দ অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানিয়েছেন। তারা বলেন, মুনাফাখোর মজুদদার, চোরাকারবারি, সিন্ডিকেট পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। এই অসাধু ব্যবসায়ীদের গ্রেফতার করতে হবে। একইসঙ্গে চলমান বিচার বহির্ভূত হত্যাকান্ড  বন্ধ করতে হবে। গতকাল শান্তিনগর বাজারের সামনে সিপিবি শান্তিনগর শাখা আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এ দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। সিপিবি শান্তি নগর শাখার সদস্য ও পরিবহন শ্রমিক নেতা হযরত আলীর সভাপতিত্বে এবং শাখার সম্পাদক মঞ্জুর মঈনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক জলি তালুকদার, পল্টন থানা কমিটির সভাপতি অ্যাডভোকেট এম এ তাহের, সাধারণ সম্পাদক ত্রিদিব সাহা প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, রমজান মাসে অস্বাভাবিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র খেটে খাওয়া গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। মুক্তবাজার অর্থনীতির কারণে বাজারে নৈরাজ্য দেখা দিয়েছে। লুটপাটতন্ত্র সর্বত্র জেঁকে বসেছে। দুষ্টচক্র সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে। সরকার তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল ঠেকাতে সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানান তারা।

সর্বশেষ খবর