সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আয়াছ মিয়া

লন্ডন প্রতিনিধি

লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আয়াছ মিয়া

লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মূল স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির নেতা কাউন্সিলার আয়াছ মিয়া। স্পিকারের দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ফাস্ট সিটিজেন হিসেবে সর্বত্র সন্মানিত হলেন তিনি। স্পিকার কাউন্সিলার মো. আয়াছ মিয়ার বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ধরারাই গ্রামে। তার পিতার নাম মোহাম্মদ আবুল হোসেন। ২৩ মে স্থানীয় সময় বিকাল সাড়ে ৬টায় মালব্যারী পেলেইসের টাউন হলে ফুল কাউন্সিল মিটিংয়ে এ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। আয়াছ মিয়ার স্পিকারের দায়িত্ব গ্রহণের সময় এমপি রুশনারা আলী ও এমপি জিম ফিজপেট্রিক, মেয়র জন বিগস ও জিএলএ মেম্বার উমেশ দেশাইসহ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

স্পিকারের দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আয়াছ মিয়া বলেন, লন্ডনে বাংলাদেশি কমিউনিটিকে আরও এগিয়ে নিতে এবং তাদের অর্জনকে সর্বত্র তুলে ধরতে তিনি সার্বিক  চেষ্টা চালিয়ে যাবেন। তিনি নির্বাহী মেয়র জন বিগসসহ সব বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে তাকে যারা জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন তাদের প্রতি তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, স্পিকার হিসেবে তার দায়িত্ব হবে বারার ফাস্ট সিটিজেন হিসেবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে প্রমোট করা, কাউন্সিলের একজন দূত হিসেবে অন্য কাউন্সিলে প্রতিনিধিত্ব করা। তিনি জনগণ ও কাউন্সিলকে ঐক্যবদ্ধ করে কাউন্সিলের অর্জনগুলিকে তুলে ধরবেন বলে জানান।

 ভবিষ্যত প্রজন্মের জন্য কাজ করার পাশাপাশি জনকল্যাণকর কাজে আরও বেশি গুরুত্ব দেবেন বলে জানান।

সর্বশেষ খবর