সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা
শ্মশানের জায়গা দখল

বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে আবারও ক্ষমা চাওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

হিন্দু ধর্মাবলম্বীদের শতবর্ষী শ্মশানের জায়গা দখল করে স্থ্থাপনা নির্মাণের চেষ্টা করায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হককে আবারও স্থানীয় জনগণের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। তাকে আগামী ৩০ মে’র মধ্যে শ্মশান এলাকায় ব্যানার টানিয়ে জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হক সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। এ বিষয়ে ৩১ মে পরবর্তী আদেশ দেওয়া হবে। এর আগে গত ২০ মে শ্মশানের জায়গা দখলের ঘটনায় আজিজুল হককে স্থানীয় জনগণের কাছে ব্যানার টানিয়ে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছিল হাই কোর্টের একই বেঞ্চ। পরে তিনি ব্যানার টানিয়ে জনগণের কাছে মৌখিকভাবে ক্ষমা চাইলেও  ‘ব্যানারে  ক্ষমা’ চাওয়ার বিষয়টি স্পষ্ট ছিল না। গতকাল শুনানিতে বিষয়টি আদালতের নজরে এলে আজিজুল হক ক্ষমা চাওয়ার জন্য সময় চেয়ে আবেদন করেন।

সর্বশেষ খবর