সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা
অবৈধভাবে বসবাস

ভারতে ৩৬ জন বাংলাদেশি আটক

কলকাতা প্রতিনিধি

অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে পুণের গ্রামীণ পুলিশ ৩৬ জন বাংলাদেশিকে আটক করেছে। তারা জানায়, গতকাল বারামতী, ভাদগাঁও, নিম্বালকর, ধৌন্দ এবং ইয়াভাট থেকে এই ৩৬ জনকে আটক করা হয়। পুলিশ আরও জানায়, ধৌন্দ তালুকা এলাকার একটি বৌদ্ধবিহার থেকে ১৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা প্রত্যেকেই এক বছর ধরে সেখানে বসবাস করছিলেন। এরপর বারামতীর মালেগাঁও এবং কুরকুম্ভ গ্রামে অভিযান চালিয়ে আরও বাংলাদেশিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ভুয়া ভারতীয় আধার ও প্যান কার্ড এবং বাংলাদেশি পাসপোর্টসহ নথিপত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, ভারতীয় পাসপোর্ট ও ফরেনারস আইন লঙ্ঘন করে এই বাংলাদেশিরা ভারতে বসবাস করছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর