সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

আজ নিরাপদ মাতৃত্ব দিবস

নিজস্ব প্রতিবেদক

আজ নিরাপদ মাতৃত্ব দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘কমাতে হলে মাতৃমৃত্যু হার, মিডওয়াইফ পাশে থাকা একান্ত দরকার’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। এ উপলক্ষে গতকাল দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক বলেন, তিন হাজার মিডওয়াইফকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে ১ হাজার ৫০০ জনকে প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন হাসপাতালে নিয়োগ দেওয়া হবে। তিনি আরও জানান, দেশে সরকারি হাসপাতালে ২৫ থেকে ৩০ শতাংশ গর্ভবতী নারীর সিজারের মাধ্যমে সন্তান জন্ম হয়। কিন্তু এটি ১৫ শতাংশ হওয়া উচিত।

উল্লখ্য, নারীদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে বাংলাদেশে কাজ করছে বেশ কয়েকটি এনজিও। এর মধ্যে শহরের বস্তি এলাকায় নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে ইতিবাচক কাজ করেছে মানোসি নামের একটি সংস্থা। এর ইতিবাচক কর্মকাণ্ডের ফলে ঘরে সন্তান প্রসবের হার ৮৬ শতাংশ থেকে কমে ১৬ শতাংশে পৌঁছেছে। প্রতি লাখে জীবিত সন্তান জন্মদানের ক্ষেত্রে এই হার ২৯৪ থেকে ১৩৫ এ পৌঁছেছে। আর নবজাতক মৃত্যুহার প্রতি হাজারে ৪৩ থেকে কমে ১৭ হয়েছে। সংশ্লিষ্টদের মতে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের যথাযথ প্রশিক্ষণ এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে নিরাপদ পরিবেশ তৈরি করা গুরুত্বপূর্ণ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর