মঙ্গলবার, ৫ জুন, ২০১৮ ০০:০০ টা
ভেজালবিরোধী অভিযান

আগোরা-মীনাবাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে গতকাল ভেজালবিরোধী পৃথক অভিযানে ১০ প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোহাম্মদপুরের আগোরা সুপারশপ, মীনা বাজার এবং হাজারীবাগের সিকদার অর্গানিক সুপারশপে অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-২ এর অভিযানে আগোরা সুপারশপকে বেকারি পণ্যে অনুমতি ব্যতীত বিএসটিআইর লোগো ব্যবহারের অভিযোগে এক লাখ ও মীনা বাজার সুপারশপে দেশি-বিদেশি পণ্যে বিএসটিআইর অনুমতি ব্যতীত লোগো ব্যবহারের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও সিকদার অর্গানিক সুপারশপে গরুর মাংসে সিটি করপোরেশন নির্ধারিতের চেয়ে অতিরিক্ত দাম রাখার অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে কয়েকজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে, র‌্যাব-১ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এসব জরিমানা করে। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার অভিযোগে রাজধানীর উত্তরার কুশল সেন্টারের নিউ খাজানা রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ওই রেস্টুরেন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার সংরক্ষণের প্রমাণ পায় তারা। এদিকে রামপুরা এলাকায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় নেতৃত্ব দেন সংস্থাটির ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দাম এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দেশি সুপার শপকে ৭৫ হাজার টাকা, মধুবন মিষ্টিকে এক লাখ টাকা, আল্লাহ’র বিরিয়ানি হাউসকে ১০ হাজার টাকা ও রয়েল বিরিয়ানি হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পুরান ঢাকার চকবাজার ইফতার মার্কেটে দুপুরে নোংরা পরিবেশে বাসি ও পোড়া তেলে খাবার তৈরি ও পরিবেশন করার অভিযোগে পাঁচ দোকানকে মোট ৯২ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ম্যাজিস্ট্রেটের তদন্তে অসহযোগিতার জন্য আমানিয়া রেস্টুরেন্টের এক কর্মচারীকে তিন মাসের বিনাশ্রম জেল দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। তিনি জানান, অভিযানে বিসমিল্লাহ কাশ্মেরী বিরিয়ানি হাউসকে ৫০ হাজার টাকা, মো. হোসেন বড় বাপের পোলায় খায় দোকানকে ২০ হাজার টাকা, মীম শাহী মোরক পোলাও কে ১০ হাজার টাকা, শহীদের ইফতারের দোকানকে ১০ হাজার টাকা ও মোদাশ্বের খেজুরের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ খবর