মঙ্গলবার, ৫ জুন, ২০১৮ ০০:০০ টা

সদরঘাট নৌবন্দরে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদে নৌপথে নিরাপদ চলাচল ও হয়রানিমুক্ত যাত্রীসেবা নিশ্চিত করতে রাজধানীর সদরঘাট নৌবন্দরে গতকাল অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। এ সময় দুদক টিম যাত্রীবাহী নৌযান চলাচলে আইনের লঙ্ঘন হচ্ছে কি না তা প্রত্যক্ষের পাশাপাশি সার্ভেবিহীন ও ঝুঁকিপূর্ণ নৌযান যাতে কোনোভাবেই যাত্রা না করে, তা নিশ্চিত করতে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে পরামর্শ  দেয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া না  নেওয়া হয় এবং নৌসেক্টরে আদায়কৃত রাজস্ব নিয়ে যেন  কোনো দুর্নীতি না ঘটে, তা নিশ্চিত করতে সদরঘাট নৌবন্দর কর্মকর্তাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন ‘নৌসেক্টরে সুশাসন এবং যাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে দুদক টিম সার্বক্ষণিক নজরদারি করছে। যাত্রীদের অভিযোগ গ্রহণের জন্য দুদক কল সেন্টার ১০৬ প্রস্তুত আছে।

সর্বশেষ খবর