মঙ্গলবার, ৫ জুন, ২০১৮ ০০:০০ টা

দুর্নীতি মামলায় পাওয়ার গ্রিডের উপব্যবস্থাপক আরশাদের কারাদণ্ড

আদালত প্রতিবেদক

দুর্নীতির মামলায় পাওয়ার গ্রিডের উপব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) আরশাদ হোসেনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আরশাদ হোসেন আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। মামলাসূত্রে জানা গেছে, ২০১০ সালে আরশাদ হোসেনের অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুদক। পরে তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিস দেওয়া হয়। কিন্তু আরশাদ সম্পদ বিবরণী দাখিল না করায় দুদক ২০১০ সালের ২৯ জুন রাজধানীর ধানমন্ডি থানায় তার বিরুদ্ধে মামলা করে।

সর্বশেষ খবর