শিরোনাম
বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮ ০০:০০ টা

ফিটনেসবিহীন যান বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক

ঈদ যাত্রা বহরে ফিটনেসবিহীন যানবাহন বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

আয়োজক সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বক্তব্যে বলেন, প্রতি বছর ঈদে ফিটনেসবিহীন, লক্কড়-ঝক্কড় বাস, ট্রাক, লেগুনা, টেম্পো, মাইক্রোবাস, কার, নসিমন-করিমন ও সিটি সার্ভিসের বাস-মিনিবাস দূরপাল্লার বহরে যাত্রী পরিবহনে নেমে পড়ে। এসব যানবাহন রাস্তায় নষ্ট হয়ে যানজট ও ভোগান্তি সৃষ্টির পাশাপাশি দুর্ঘটনা ঘটিয়ে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। গত ঈদুল ফিতরে ২০৫টি সড়ক দুর্ঘটনায় ২৭৪ জন নিহত ৮৪৮ জন আহত হয়েছেন। এবারের ঈদে দুর্ঘটনা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর