শিরোনাম
শনিবার, ৯ জুন, ২০১৮ ০০:০০ টা

ঈদ জামাতে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই

—— আইজিপি

নিজস্ব প্রতিবেদক

ঈদের জামাতে নিরাপত্তায় সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। আশঙ্কাও করছি না। তবে যে কোনো ধরনের থ্রেটের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইন্স কেন্দ্রীয় জামে মসজিদে ‘বার্ষিক আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতা ২০১৮’ শেষে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, ঈদ জামাতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। গত কয়েক বছর ধরে শোলাকিয়ার মতো লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে দিনাজপুরেও বড় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রতিটি ঈদের জামাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। পুলিশের জঙ্গিবিরোধী ইউনিট সক্রিয়ভাবে কাজ করে চলেছে। জঙ্গিরা যাতে ফের মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে চেষ্টাও অব্যাহত থাকবে। পুলিশপ্রধান বলেন, পুলিশ সদস্যদের মধ্যে ইসলামী আদর্শ ও মূল্যবোধ গড়ে তোলার জন্য প্রতিবছর আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। যাতে তারা ইসলামী আদর্শে উজ্জীবিত হতে পারে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন। ডিআইজি ব্যারিস্টার হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর