সোমবার, ১১ জুন, ২০১৮ ০০:০০ টা

রাশিয়ার সঙ্গে ব্যাংকিং ব্যবস্থা চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বাড়াতে ব্যাংকিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা সিআইএস-বিসিসিআই। সংগঠনটির নেতারা বলেছেন, রাশিয়ার সঙ্গে ব্যবসায় প্রসারের প্রধান অন্তরায় দুই দেশের মধ্যকার আন্তঃব্যাংকিং লেনদেনজনিত সমস্যা। বাংলাদেশ থেকে রাশিয়ার কোনো ব্যাংকের সঙ্গে সরাসরি লেনদেন করা যায় না। ফলে বাংলাদেশের ব্যবসায়ীরা অধিক মুনাফা থেকে বঞ্চিত হচ্ছেন। গতকাল মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সব কথা বলা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিআইএস-বিসিসিআই। এতে বক্তব্য দেন- সংগঠনটির সভাপতি হাবীব উল্লাহ ডন, সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন আকাশ, সহ সভাপতি মাহাবুব ইসলাম রুনু, পরিচালক মঞ্জুর আহমেদ প্রমুখ।

ওই বৈঠকে বক্তারা বলেন, বর্তমানে রাশিয়ায় ব্যবসায় করতে চাইলে, এ দেশের ব্যবসায়ীরা জার্মানি, তুর্কি, চীনসহ অন্য তৃতীয় কোন দেশকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে হচ্ছে। এ অবস্থা কাটিয়ে উঠতে হলে অবশ্যই অতি শিগগিরই দুদেশের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা চালু করতে হবে।

সর্বশেষ খবর