মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮ ০০:০০ টা

এলডিসিতে উত্তরণ উদযাপন হবে নয়াদিল্লিতে

নয়াদিল্লি প্রতিনিধি

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশের উত্তরণকে উদযাপন করবে নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাস। ভারতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফআইসিসিআইর সঙ্গে যৌথভাবে নয়াদিল্লির ফেডারেশন হাউসে গতকাল বুধবার এক সেমিনার আয়োজন করবে হাইকমিশন। ‘বাংলাদেশ’স গ্র্যাজুয়েশন ফ্রম এলডিসি : নিউ ফ্রন্টিয়ার্স অ্যান্ড হরাইজনস ফর ইন্ডিয়া-বাংলাদেশ ইকোনমিক এনগেজমেন্ট’ (বাংলাদেশের এলডিসিতে উত্তরণ : নতুন সীমানা ও দিগন্তে ভারত-বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক) শীর্ষক ওই সেমিনারে দুই দেশের পাঁচজন প্রখ্যাত প্যানেল বক্তা আলোচনায় অংশ নেবেন। এই প্যানেল আলোচকরা হলেন বাংলাদেশ সরকারের প্রধান এসডিজি সমন্বয়ক আবুল কালাম আজাদ, ভারতের সেন্টার ফর রিজিওনাল ট্রেড, ডিপার্টমেন্ট অব কমার্সের প্রধান অধ্যাপক ড. রাম উপেন্দ্র দাস, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, ভারতের সাউথ এশিয়া করপোরেট পাবলিক পলিসি, ডিএইচএল গ্রুপের সিনিয়র পরিচালক ড. প্রিতম ব্যানার্জি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। প্যানেল আলোচনায় সভাপতিত্ব করবেন ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। প্রসঙ্গত, জাতিসংঘ গত ১৭ মার্চ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হওয়ার স্বীকৃতিপত্র প্রদান করে।

সর্বশেষ খবর