মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

রাজধানীতে কেএফসিসহ ৬ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীতে ৬টি প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৬ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসব প্রতিষ্ঠানের মধ্যে অভিযাত চেইন রেস্টুরেন্ট কেএফসিও রয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময়ে পৃথক অভিযানে এসব জরিমানা আদায় করার পাশাপাশি ওইসব প্রতিষ্ঠানকে ভবিষ্যতের জন্য সতর্কও করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আ. জব্বার মণ্ডল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তিনটি ভাগে অভিযানের মাধ্যমে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সংস্থার ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার সার্বিকভাবে অভিযানগুলো তদারকি করেন। আ. জব্বার বলেন, পোড়া তেল ব্যবহারের অভিযোগে কেএফসিকে ৫০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ চকলেট পাউডার ব্যবহারের দায়ে চা টাইম নামে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই দুটি অভিযান তিনি নিজেই পরিচালনা করেন বলে জানান।

 তিনি বলেন, অধিদফতরের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বনানীর ওমেন্স ওয়ার্ল্ডকে ৩ লাখ টাকা, মউমিতা রকমারিকে ১ লাখ টাকা ও এস বি শপিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। এ ছাড়া ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী প্যারাগণ নামে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

সর্বশেষ খবর