মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

অনুপ্রবেশের অভিযোগে উত্তরপ্রদেশে আটক ১৩ বাংলাদেশি

কলকাতা প্রতিনিধি

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপ্রদেশের মথুরা থেকে আটক করা হলো ১৩ বাংলাদেশিকে। গতকাল মথুরা জেলার গোবর্ধনের ইন্দিরানগর কলোনি থেকে আটক করা হয় তাদের। এর মধ্যে ৫ নারী, ৪ পুরুষ ও চারজন শিশু রয়েছে। চলতি বছরের ২৫ জুন পুলিশের হাতে আটক এক বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করেই এই ১৩ জনের সন্ধান পায় পুলিশ। এরপরই সেখানে অভিযান চালানো হয়। জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের স্থানীয় গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছে। গোবর্ধন এলাকার সার্কেল অফিসার (সিও) জগভীর চৌহান জানান এই বাংলাদেশিরা স্থানীয় ঠিকানা ও নথি দিয়ে ভারতীয় আধার কার্ড সংগ্রহ করেছে এবং কীভাবে তারা ওই পরিচয়পত্র পেয়েছে তা জানার চেষ্টা চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর এই ১৩ জনের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধির ১৪ ফরেনারস অ্যাক্টসহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর