বুধবার, ৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা

কোটা আন্দোলন নেতাসহ তিনজন কারাগারে

আদালত প্রতিবেদক

রাজধানীর শাহবাগ থানার পৃথক দুই মামলায় কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হাসানসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ এ আদেশ দেন। অপর দুই আসামি হলেন— তারিকুল ইসলাম ও জসিম উদ্দিন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক বাহাউদ্দীন ফারুকী আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিদের আইনজীবী ছিল না এবং জামিনের কোনো আবেদনও করা হয়নি। মামলা সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলন চলাকালে দায়িত্বরত পুলিশকে মারধর, কর্তব্যে বাধা, পুলিশের ওয়াকিটকি ছিনতাই ও ভিসির বাড়ি ভাঙচুরের অভিযোগে শাহবাগ থানায় ১০ এপ্রিল চারটি মামলা করা হয়। এর মধ্যে পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। এ ছাড়া ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহসান বাদী হয়ে আরও একটি মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর