বুধবার, ১৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

উত্ত্যক্তের প্রতিবাদ করায় অধ্যক্ষের ওপর হামলা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে বহিরাগত এক বখাটের হামলায় নবীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে অধ্যক্ষ ও কলেজের দফতরি ফয়জুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত কলেজ ছাত্রী চৈতীকে (১৮) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরপরই হামলাকারী দিপন আহমেদ মুন্না মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী হুমায়ুন কবির নামের এক সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এদিকে ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা শহরে বিক্ষোভ মিছিল এবং প্রায় ৩ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। পরে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করা হয়। শিক্ষার্থীরা জানায়, নবীগঞ্জ ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্রী চৈতীকে প্রায়ই উত্ত্যক্ত করত বখাটে দিপন আহমেদ মুন্না। সোমবার দুপুরে বখাটে দিপন কলেজ ক্যাম্পাসে ঢুকে জোর করে চৈতীর সঙ্গে সেলফি উঠায়। বিষয়টি তাত্ক্ষণিক কলেজ অধ্যক্ষ গোলাম হোসেন আজাদকে জানানো হলে তিনি মুন্নার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন।

এ ঘটনার জের ধরে গতকাল দুপুরে কলেজ ক্যাম্পাসে ঢুকে অধ্যক্ষের ওপর হামলা চালায় মুন্না ও তার সহযোগীরা।

সর্বশেষ খবর