বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা
বিআরটিএর ঝটিকা অভিযান

৩৯ মামলা, জরিমানা ৬৫ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে নানা অভিযোগে যানবাহনে অভিযান চালিয়ে ৩৯ মামলায় ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। বিআরটিএর পৃথক ৪টি ভ্রাম্যমাণ আদালত ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশের অধীনে এ মামলা ও জরিমানা করেন। গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) নূর মোহাম্মদ মজুমদার। তিনি বলেন, বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিবুর রহমানের নেতৃত্বে শ্যামলী রিং রোড এলাকায় ১০ মামলায় ২৩ হাজার টাকা; নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে রামপুরা এলাকায় ১০ মামলায় ১৩ হাজার টাকা; নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে আজিমপুর এলাকায় ৮ মামলায় সাড়ে ১৭ হাজার টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিম সুজনের নেতৃত্বে মানিক মিয়া এভিনিউ এলাকায় ১১ মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সর্বশেষ খবর