বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগে কাঙ্ক্ষিত পদ না পেয়ে বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক

সদ্য ঘোষিত রাজধানীর কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় পাঁচ নেতার বাড়িতে হামলা চালিয়েছেন ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন ও তার অনুসারীরা। গত মঙ্গলবার বিকালে কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে কাঙ্ক্ষিত পদ পাননি ওই কাউন্সিলর। তাকে কার্যনির্বাহী সংসদের ২৪ নম্বর সদস্য রাখা হয়েছে। ফলে তার অনুসারীরা ক্ষুব্ধ হয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ডা. মোশাররফসহ পাঁচ বাড়িতে হামলা চালায়। হামলায় ক্ষতিগ্রস্তদের অভিযোগ কাউন্সিলরের অনুসারী ছাত্রলীগ নেতা পারভেজ হোসেন বিপ্লব, স্থানীয় ক্যাডার মশিউর, রশিদ মৃধা, শহিদুলসহ বেশ কয়েকজন এই হামলা চালায়। তারা সেখানে ঘরের এসি, টিভি, ফ্রিজ ভাঙচুরসহ বিভিন্ন বাসায় মহিলাদের গায়ে হাত তোলেন। এরপর ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল দেওয়ানের বাড়ি, নতুন যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া আবুল হোসেনের বাড়ি এবং পরে কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের অফিসে হামলা চালায়। যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান অভিযোগ করেন, কাউন্সিল মোহাম্মদ হোসেনের নির্দেশে মশিউর, রশিদ মৃধা, শহিদুলসহ একদল সশস্ত্র সন্ত্রাসী আমাদের বাড়ি-অফিসে হামলা করে। আমরা পালিয়ে কোনোমতে আত্মরক্ষা করি। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলেও একজন প্রভাবশালী নেতার কারণে মামলা গ্রহণ করা হয়নি। এ ব্যাপারে কাউন্সিলর মোহাম্মদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

 

সর্বশেষ খবর