বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মালিক-শ্রমিক সম্পর্কে দৃষ্টান্ত ওয়ালটন : কাজী রিয়াজুল

গাজীপুর প্রতিনিধি

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, ওয়ালটন কারখানায় মালিক-শ্রমিকের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখলাম। বিশেষ করে, শ্রমিকদের সার্বিক সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে ওয়ালটন দেশি-বিদেশি কোম্পানির জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি গতকাল চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন। ওয়ালটন কারখানার ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এখানকার শ্রমিকরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। শ্রমিকদের মধ্যে প্রফিট শেয়ারিংয়ের বিষয় জানতে পেরে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, দেশে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি বিশেষ করে ইউরোপের কিছু কোম্পানি রয়েছে যারা তাদের কারখানায় শ্রমিকদের মাঝে লভ্যাংশ বণ্টন করে না।

কিন্তু দেশীয় কোম্পানি ওয়ালটন তাদের অর্জিত লভ্যাংশের নির্দিষ্ট অংশ শ্রমিকদের মাঝে বণ্টন করছে, এটা বিশাল ব্যাপার। ওয়ালটন কারখানায় কোনো ধরনের শিশু শ্রম না থাকায় ওয়ালটনের প্রশংসা করেন তিনি। কাজী রিয়াজুল হক বলেন, দেশে ওয়ালটন কারখানা গড়ে ওঠায় আমদানি বিকল্প দেশীয় পণ্য উৎপাদন বেড়েছে, প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং অনেক মানুষের জন্য ব্যবসার ক্ষেত্রও তৈরি হয়েছে। বাংলাদেশে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও আইসিটি পণ্য উৎপাদন খাতের ক্রমবিকাশ, কারখানায় শ্রমিকদের উপস্থিতি ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে গতকাল সকালে ওয়ালটন কারখানা কমপ্লেক্স পরিদর্শনে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এ সময় তার সঙ্গে ছিলেন মানবাধিকার কমিশনের সচিব হিরন্ময় বাড়ৈসহ অন্যরা। অতিথিরা ওয়ালটন কারখানায় পৌঁছলে তাদের স্বাগত জানান ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আলম। অতিথিরা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ওয়ালটন গ্রুপের ওপর নির্মিত ডক্যুমেন্টারি উপভোগ করেন। ঘুরে দেখেন ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার।

সর্বশেষ খবর