বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

নিহত মিম ও রাজীবের বাসায় বিএনপি প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, এভাবে দেশ চলতে পারে না। সারা দেশে এখন সড়ক দুর্ঘটনার নামে হত্যার মহোৎসব চলছে। পরিবহন খাতসহ সর্বত্র অরাজকতা চলছে। গুটি কয়েক ব্যক্তির তৈরি চাঁদাবাজ ও সন্ত্রাসী সিন্ডিকেটের কাছে দেশের পরিবহন সেক্টর জিম্মি হয়ে পড়েছে। এদের কারণে একের পর এক কোমলমতি শিক্ষার্থীদের প্রাণ ঝরে পড়ছে। মৃত্যুর এই মিছিলের লাগাম টানতে হবে এখনই। এসময় নৌ মন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি। গতকাল সন্ধ্যা বাসচাপায় নিহত শিক্ষার্থী দিয়া খানম মিমের মহাখালীর বাসায় এবং রাত ৯টার দিকে উত্তরা থানার আশকোনা এলাকায় আব্দুল করিম রাজীবের বাসায় গিয়ে তাদের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, দলের কেন্দ্রীয় নেতা নাজিমউদ্দিন আলম, আনিসুর রহমান তালুকদার খোকন ও শামছুর রহমান সুরুজ। তারা নিহত দুই শিক্ষার্থীর স্বজনদের সান্ত্বনা দেন।

সর্বশেষ খবর