সোমবার, ৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ফেসবুকে সাংবাদিকরা বিভ্রান্ত হবেন না

—প্রেস কাউন্সিল চেয়ারম্যান

মাদারীপুর প্রতিনিধি

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ রবিবার সকালে মাদারীপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বলেছেন, ‘ফেসবুকের তথ্য নিয়ে সাংবাদিকরা বিভ্রান্ত হবেন না। ফেসবুক হলো ব্যক্তিগত তথ্য, এটা সংবাদের তথ্য হতে পারে না। যদি কখনো ফেসবুক থেকে তথ্য নেওয়া হয়, তাহলে অবশ্যই তা যাচাই-বাছাই করে সংবাদে দিতে হবে।’ প্রেস কাউন্সিল চেয়ারম্যান আরও বলেন, ‘কয়েকদিন ধরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা নিয়ে ফেসবুকে যেসব বিষয় ভাইরাল হচ্ছে ইতিমধ্যে আইনশৃঙ্খলা  রক্ষাকারী বাহিনী তাদের চিহ্নিত করে আটক করা শুরু করেছে। তিনি সাংবাদিক নিবন্ধনের বিষয় বলেন, শিগগিরই নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ বিষয়ে তিনি বলেন, ‘সাংবাদিকদের নির্যাতনের বিষয়টি মাথায় রেখে কাউন্সিল একটি যুগোপযোগী আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।’ তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মাদারীপুর সার্কিট হাউস মিলনায়তনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মইনুল ইসলাম, সাংবাদিক শাহজাহান খান, গোলাম মাওলা আকন্দ, সেলিম ফরাজী, রিপনচন্দ্র মল্লিক, বেলাল রিজভী, সাগর হোসেন তামিম, মেহেদী হাসান সোহাগ প্রমুখ।

সর্বশেষ খবর