সোমবার, ৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সরকার থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে

—— মুফতি সৈয়দ ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বর্তমানে দুর্নীতি, সন্ত্রাস মহামারী আকার ধারণ করেছে। ব্যাংক লুট, বাংলাদেশ ব্যাংকের লকার থেকে স্বর্ণ চুরি হয়ে যাওয়া এবং ৮২৭ কোটি টাকার কয়লা লুটের কারণে তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার কারণে সরকার থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। গতকাল পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, সর্বত্র সরকারের প্রতি গণমানুষের নাভিশ্বাস সৃষ্টি হয়েছে।

নিরাপদ সড়কের দাবিতে খুদে শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে। শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে। মুফতি ফয়জুল করীম বলেন, প্রধানমন্ত্রী ছাত্রলীগকে দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার পরই শিক্ষার্থীদের ওপর হামলা, গুলিবর্ষণের ঘটনা ঘটছে। তাহলে প্রধানমন্ত্রী ছাত্রলীগকে শিক্ষার্থীদের ওপর হামলার দায়িত্ব দিয়েছেন? না হলে ছাত্রলীগ নিরীহ নিরপরাধ ছাত্রদের ওপর কেন হামলা করল তার জবাব দিতে হবে। তিনি বলেন, খুদে শিক্ষার্থীরা সরকারকে কি মেসেজ দিয়েছে? এ থেকে শিক্ষা না নিলে আগামীতে চরম খেসারত দিতে হবে।

সর্বশেষ খবর