মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সুজন সম্পাদকের বাড়িতে হামলার ঘটনায় বিশিষ্ট ৩৮ নাগরিকের নিন্দা

নিজস্ব প্রতিবেদক

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন নাগরিক সমাজের পক্ষ থেকে দেশের ৩৮ বিশিষ্ট নাগরিক। গতকাল এক বিবৃতিতে স্বাক্ষরকারী এই নাগরিকরা হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে বদিউল আলম মজুমদারের পরিবারকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান। বিবৃতিতে স্বাক্ষরকারী ৩৮ বিশিষ্ট নাগরিকরা হলেন— এম হাফিজউদ্দিন, এএসএম শাহজাহান, ড. আকবর আলি খান, বিচারপতি কাজী এবাদুল হক, সৈয়দ আবুল মকসুদ, সেলিনা হোসেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ড. হামিদা হোসেন, আলী ইমাম মজুমদার, ড. তোফায়েল আহমেদ, ড. শাহদীন মালিক, খুশী কবির, ব্যারিস্টার মঞ্জুর হাসান, এএসএম আকরাম, ড. আনু মুহাম্মদ, ড. রওশন জাহান, ড. শরিফা খাতুন, শীপা হাফিজা, অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান, ড. আসিফ নজরুল, শিরীন হক, শারমিন মুর্শিদ, অ্যাডভোকেট রানা দাসগুপ্ত, ব্যারিস্টার সারা হোসেন, ডা. মো. আবদুল মতিন, ফরিদা আক্তার, মোহাম্মদ জাহাঙ্গীর, সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নূর খান লিটন, সঞ্জীব দ্রং, জাকির হোসেন প্রমুখ। রোবায়েত ফেরদৌস, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, রেজাউর রহমান লেনিন, জিয়া উদ্দিন, ড. শাহনাজ হুদা, ড. মোস্তাফিজুর রহমান শাহীন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বদিউল আলম মজুমদারের বাসায় বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সৌজন্যে এক নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজ শেষে রাত ১১টায় বার্নিকাট যখন তার গাড়িতে উঠতে যাচ্ছিলেন তখন একদল দুর্বৃত্ত রাষ্ট্রদূতের গাড়িতে হামলা চালায়। এ সময় সুজন সম্পাদকের ছেলে ড. মাহবুব মজুমদার দুর্বৃত্তদের আক্রমণের শিকার হন। দুর্বৃত্তরা বদিউল আলম মজুমদারের বাড়িতেও হামলা চালায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর