মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মামলা দিয়ে প্রতিবাদ বন্ধ করা যাবে না

-------------- মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সর্বশেষ আদালতে আরেকটি মামলার আবেদনের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখন আর এগুলো কোনো সমস্যা নয়। আমার নামে ৮৬টি মামলা আছে। আমাদের কোনো কোনো নেতার বিরুদ্ধে ১৫০-২০০ মামলা আছে। মামলা দিয়ে প্রতিবাদ বন্ধ করা যাবে না।’ গতকাল দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’ নামে একটি সংগঠন শিক্ষার্থীদের ওপর নিপীড়নের প্রতিবাদ ও সংহতির এই সমাবেশ করে। উদ্বিগ্ন নাগরিক সমাজের পক্ষ থেকে গণপরিবহনের নৈরাজ্য বন্ধে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে ৯ দফা দাবি তুলে ধরা হয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে এ সংক্রান্ত একটি অডিও প্রকাশের জেরে বিএনপির সিনিয়র তিন নেতার বিরুদ্ধে গতকাল দুপুরে সিএমএম কোর্টে মামলার আবেদন করা হয়। এতে মির্জা ফখরুল ছাড়া অন্য দুই নেতা হলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, ‘নিরাপদ সড়ক চাই সময়ের দাবি। আরও একটা কথা তারা (শিক্ষার্থীরা) উচ্চারণ করেছে নাউ অ্যান্ড নেভার, অত্যন্ত জরুরি কথা এটা। এখনই না হয় আর কখনো হবে না। যে পাথর রাষ্ট্রের ওপর চেপে বসেছে, যে ফ্যাসিস্ট শক্তি চেপে বসেছে সেই ফ্যাসিস্ট শক্তি সব কিছু তছনছ করে দিচ্ছে। আমাদের এখন দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ দানবের হাত থেকে দেশকে রক্ষা করা, আমাদের অর্জিত সম্পদগুলোকে রক্ষা করা। যে স্বাধীনতা-সার্বভৌমত্ব আমরা একাত্তর সালে নিয়ে এসেছি, যে গণতন্ত্রকে আমরা লড়াই করে নিয়ে এসেছি তাকে রক্ষা করতে হবে।’ তিনি বলেন, ‘শিক্ষার্থীদের এই আন্দোলনে অনেক কথা ও ছবি ফেসবুকে এসেছে। এর মধ্যে একটি ব্যানার আমাকে আকৃষ্ট করেছে। সেটা হলো একটি রাস্তা বন্ধ সেখানে একটা বোর্ড লাগানো হয়েছে— রাস্তা বন্ধ, রাষ্ট্রের মেরামতের কাজ চলছে। ছেলে-মেয়েরা আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, এখন রাষ্ট্রের মেরামত প্রয়োজন। এটা হচ্ছে রাষ্ট্র এই যে ব্যর্থ হচ্ছে প্রতি জায়গায়, প্রতি মুহূর্তে তারই সমস্যা। আমরা এদেশের ছেলে-মেয়েদের সঙ্গে আছি, এদেশের মানুষের সঙ্গে আছি, আমরা মানুষের জন্য রাজনীতি করি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর