মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বেবিচকের সুধেন্দু গোস্বামীকে ফের দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামীকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল এ সংক্রন্ত নোটিস পাঠানো হয়েছে। নোটিসে ১৬ আগস্ট দুদকের প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে। দুদক সূত্র জানিয়েছে, বেবিচকের বিভিন্ন টেন্ডারে সিন্ডিকেট করে পছন্দের ঠিকাদারকে কার্যাদেশ প্রদানসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে সংস্থাটির প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামীর বিরুদ্ধে। অভিযোগ অনুসন্ধানের জন্য দুদক পরিচালক ফরিদুর রহমানকে দলনেতা এবং সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানকে সদস্য করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত ১২ জুন দুর্নীতির আরেক অভিযোগে সুধেন্দু বিকাশ গোস্বামীকে পাঁচ ঘণ্টা দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরিচালক ফরিদুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করেন।

দুদক সূত্র জানায়, দুর্নীতির দুটি অভিযোগ নিয়ে আলাদা আলাদাভাবে অনুসন্ধান করছেন সংস্থার দুই সহকারী পরিচালক খায়রুল হক ও মো. আ. সালাম আলী মোল্লা। এর আগে গত ৪ জুন আ. সালাম আলী মোল্লা ও খায়রুল হকের স্বাক্ষরে পাঠানো আলাদা আলাদা নোটিসে বেবিচকের প্রধান প্রকৌশলীকে দুদকে তলব করা হয়। নোটিসে তাকে গত ১০ ও ১২ জুন সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু সেদিন তিনি দুদকে হাজির হননি। এরপর বেবিচকের চেয়ারম্যানের পাঠানো এক চিঠিতে প্রধান প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদের জন্য ঈদের পর সময় দিতে অনুরোধ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর