মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ইয়াবা বিক্রির ঘটনায় ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রুল

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে উদ্ধার হওয়া ১০ লাখ ইয়াবা বিক্রির কাজে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেনসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। একই সঙ্গে এই ১০ লাখ পিস ইয়াবা বিক্রি কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। একটি রিটের শুনানি করে গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। ২২ জুলাই একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘১০ লাখ ইয়াবা বড়ি বেচে দিয়েও বহাল ১২ পুলিশ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর ভিত্তিতে ২৯ জুলাই হাই কোর্টে রিট করে সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল কালাম আজাদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর