বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সিইসি স্বপদে থাকার অধিকার হারিয়েছেন

------ পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

‘ভোটে অনিয়ম হবে না—এমন নিশ্চয়তা দেওয়া যাবে না’ এমন বক্তবের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) স্বপদে থাকার অধিকার হারিয়েছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। গতকাল সংগঠনের পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়ামের সভায় সভাপতির বক্তব্যে পীর চরমোনাই একথা বলেন।

এ সময় আরও বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, ডা. মুখতার হোসাইন, আল্লামা নুরুল হুদা ফয়েজী। পীর চরমোনাই আরও বলেন, বর্তমান কমিশন অযোগ্য ও ব্যর্থ। তার ওপর দেশবাসীর কোনো আস্থা নেই।

সর্বশেষ খবর