বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
বিএফইউজে-ডিইউজের বিক্ষোভ

সাংবাদিক হামলাকারীদের গ্রেফতার না করলে রবিবার রাজপথে অবস্থান

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের ‘নিরাপদ সড়ক চাই’ দাবির আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বর্বর হামলাকারীদের আগামী তিন দিনের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সাংবাদিক নেতারা। অন্যথায় আগামী রবিবার রাজপথে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা আলোকচিত্রী শহিদুল আলমসহ গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করা হয়। গতকাল দুপুরে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী। বিএফইউজে মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজে সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বর্তমান যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সভাপতি এ কে এম মহসীন প্রমুখ এতে বক্তব্য রাখেন।

এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা, সাংবাদিক ইউনিয়ন যশোর, বগুড়া, কক্সবাজার, দিনাজপুর, ময়মনসিংহ, গাজীপুর শাখাসহ সারা দেশে সাংবাদিক ইউনিয়নগুলো একযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

সর্বশেষ খবর