বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

রাজধানীতে ডিএমপির ব্লক রেইড

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রায় দুই সহস াধিক সদস্য রাজধানীতে ব্লক রেইড দিয়েছে। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার নেতৃত্বে গতকাল রাত দশটার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে থেকে এ ব্লক রেইড কার্যক্রম শুরু হয়। এ সময় আছাদুজ্জামান মিয়া পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের উদ্দেশে সংক্ষিপ্ত ব্রিফিং দেন। তিনি বলেন, কোনো ধরনের অশোভন কাজ করা যাবে না, যাতে নগরবাসীর মধ্যে পুলিশ সম্পর্কে বিরূপ ধারণা হয়। অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করতে হবে। এরপর কয়েকটি দলে ভাগ হয়ে গুলশান বিভাগের বারিধারা-ভাটারা এলাকায় ব্লক রেইড শুরু হয়। পরে তিনি মোবাইল কন্টোল রুমের একটি গাড়িতে বসে এই ব্লক রেইড তদারকি করেন। এ সময় ডিএমপির পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্লক রেইডের প্রায় দেড় ঘণ্টা পর ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের জানান, চলমান ছাত্র আন্দোলনের সঙ্গে এই ব্লক রেইডের কোনো সম্পর্ক নেই। রাজধানীবাসীকে নিরাপত্তা দিতেই ডিএমপির নিয়মিত কার্যক্রমের অংশ এটি। কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এবং রাজধানীবাসী যেন অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি না হন— এ লক্ষ্যে গুলশান বিভাগের কালাচাঁদপুর, ভাটারা, নতুনবাজারসহ কয়েকটি এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। শুধু এই এলাকায়ই নয়, এটি রাজধানীর অন্যান্য এলাকায়ও নিয়মিত চলবে। জানা গেছে, গত রাতের এই অভিযানে গুলশান বিভাগের পুলিশ ছাড়াও ডিএমপির অন্যান্য বিভাগ থেকে অতিরিক্ত ফোর্স অংশ নেন।

সর্বশেষ খবর