বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত শাস্তি : হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনে কর্তব্যরত সাংবাদিকদের ওপর যারা হামলা চালিয়েছেন তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৮৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, কোমলমতি শিক্ষার্থীদের ন্যায্য দাবি প্রথম দুই থেকে তিন দিন তাদের আওতায় ছিল। তারপর থেকে ২৫-৩০ বছর বয়সের যুবকরা স্কুল-কলেজের ড্রেস পরে শিক্ষার্থীদের সঙ্গে মিশে বিভিন্ন উসকানি দিয়ে হামলা চালিয়েছে। সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, কণ্ঠশিল্পী এস. ডি রুবেল, সাংবাদিক রফিকুল ইসলাম রনি, অরুণ সরকার রানা, সমিরণ রায়, তুলনা আফরিন প্রমুখ বক্তৃতা করেন।

সর্বশেষ খবর