সোমবার, ১৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে নির্ধারিত ৩৪১ স্থানেই পশু জবাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরের  নির্ধারিত ৩৪১টি স্থানেই কোরবানির পশু জবাই করতে পারবে। এর বাইরে পশু জবাই করা যাবে না। একই সঙ্গে আগামী ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী পালনের সিদ্ধান্ত হয়। গতকাল চট্টগ্রাম সিটি করপোরেশনে অনুষ্ঠিত ৩৭তম সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। 

সভার সিদ্ধান্তগুলো হলো- সরকারি নির্দেশনা মতে ঈদের দিন বিকাল ৪টার মধ্যে জবাই করা পশুর বর্জ্য অপসারণের প্রস্তুতি সম্পন্ন করা, নির্ধারিত স্থানে পশু জবাই সংক্রান্ত তথ্য উল্লেখ করে ৪ লাখ ১০ হাজার  লিফলেট, ২০ হাজার ৫০০ পোস্টার এবং ৭৬ হাজার ২৩১টি ব্যানার ওয়ার্ড পর্যায়ে বিতরণ করা, পশু জবাইয়ের নির্ধারিত স্থানে পানি সরবরাহ, বসার স্থান, তাঁবু টাঙানো এবং ব্লিচিং পাউডারের ব্যবস্থা রাখা, নির্ধারিত স্থানের বাইরে বা সড়কে পশু জবাই না করা। তাছাড়া ঈদের দিন ও ঈদের পরের দিন প্রতি ওয়ার্ডে টমটম আবর্জনাবাহী গাড়ি, পে লোডার, ট্রাক্টর ওয়াগনসহ মোট ২৪১টি গাড়ি, অবশিষ্ট আরও ১০টি গাড়ি দামপাড়া নিয়ন্ত্রণে রিজার্ভ রাখা। অন্যদিকে, জাতীয় শোক দিবস পালন উপলক্ষে চসিকের পক্ষ থেকে ৩ দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর