বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ড. কামাল জাতীয় ঐক্যের ডাক দেবেন ২২ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

আগামী ২২ সেপ্টেম্বর ভোটাধিকার রক্ষায় জাতীয় ঐক্যের ডাক দেবেন সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি গণসমাবেশ থেকে এ আহ্বান জানানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে। জাতীয় ঐক্য প্রক্রিয়ার ব্যানারে এই সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল ড. কামাল হোসেনের বাসায় গণফোরামের প্রেসিডিয়াম সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় কীভাবে সমাবেশ সফল করা যায়, সমাবেশ থেকে কি ঘোষণা দেওয়া যেতে পারে, সমাবেশে কাদের আমন্ত্রণ জানানো যায়— এসব বিষয় নিয়ে আলোচনা হয়। তবে এ বিষয়ে গণফোরাম নেতারা মন্তব্য করতে রাজি হননি। শুধু জানান, গণফোরামের প্রেসিডিয়াম সভা হয়েছে। সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এর আগে আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সভা করতে চেয়েছিলাম। তখন বলা হয় পুলিশের অনুমতি ছাড়া মিলনায়তন ভাড়া দেওয়া যাবে না। গণফোরাম পুলিশের কাছে আবেদন করেও সভা করার অনুমতি পায়নি। সংবাদ সম্মেলন করেই সে কথা আমরা বলেছি। সভা সমাবেশ করতে চাওয়া তো গণতান্ত্রিক অধিকার। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর