বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

জাতীয় প্রেস ক্লাবে শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাবে শোক দিবস পালিত

জাতীয় শোক দিবসে গতকাল জাতীয় প্রেস ক্লাব আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ। —বাংলাদেশ প্রতিদিন

বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও শোক দিবস পালন করেছে জাতীয় প্রেস ক্লাব। গতকাল এ উপলক্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানো, রক্তদান কর্মসূচি এবং শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব। বিকাল ৩টায় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জিসহ সাংবাদিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জাতীয় প্রেস ক্লাব সদস্যদের অর্ধশতাধিক শিশু সন্তান অংশ নেয়। এর আগে সকাল ১০টায় ক্লাবপ্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সাংবাদিকরা। ১১টায় রক্তদান কর্মসূচি ও বাদজোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও একুশে টেলিভিশনের নির্বাহী প্রধান মনজুরুল আহসান বুলবুল, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সাইফুল আলম, সহসভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া, যুগ্মসম্পাদক শাহেদ চৌধুরী, কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জি, সদস্য হাসান আরেফিন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর