বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কাপাসিয়ায় শোক দিবসের মঞ্চে শতাধিক মুজিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শোক দিবসে কাপাসিয়ায় নৌকার আদলে বানানো হয়েছিল বিশালাকৃতির একটি মঞ্চ। তাতে অবস্থান নিয়েছিল বঙ্গবন্ধুর সাজে শতাধিক খুদে মুজিব। এরা সবাই মুজিব কোট, সাদা পাঞ্জাবি-পাজামা ও চোখে কালো ফ্রেমের চশমা পরে আসে। এই খুদে মুজিবরা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপস্থাপন করে নেতা-কর্মীদের নতুনভাবে উজ্জীবিত করে।

এই অনুষ্ঠানে দেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ভাগিনা ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, গাজীপুর-৪ কাপাসিয়া আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আলম আহমদ ছিলেন প্রধান আলোচক। অনুষ্ঠানে তিনি বলেন, শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। তবেই দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। আজকের এই শোকের দিনে আমাদের শপথ নিতে হবে, আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার পক্ষে থাকব, কখনো কোনো দিন পথভ্রষ্ট হব না। গতকাল বিকালে গাজীপুরের কাপাসিয়ার মরিয়ম ভিলেজে জাতীয় শোক দিবসের এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়ন কৃষক লীগ সভাপতি দৌলদ মীর কাশেম। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— গাজীপুর জেলা আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ সরকার, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা শাহ জানি আলম কনক, জসিম উদ্দিন প্রধান, গাজীপুর জেলা কৃষক লীগ সভাপতি আতিকুর রহমান লিটন, কাপাসিয়া উপজেলা কৃষক লীগ সভাপতি আইন উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবলু প্রধান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর