শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
নিউইয়র্কে আওয়ামী লীগ সমাবেশ

বঙ্গবন্ধুর ঘাতকদের বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি

প্রতিদিন ডেস্ক

বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পাদনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব প্রবাসীকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানানো হয়েছে জাতীয় শোক দিবসে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ থেকে। একই সঙ্গে এই প্রবাসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত জামায়াত-শিবির-ফ্রিডম পার্টির সঙ্গে একাট্টা হয়ে থাকা আওয়ামী লীগের হাইব্রিড নেতাদেরও চিহ্নিত করার আহ্বান জানানো হয়। ‘খন্দকার মোশতাকের প্রেতাত্মা ভর করেছে কোন কোন নেতার ওপর এদের শায়েস্তা করা সম্ভব না হলে ১৫ আগস্টের মতো নৃশংসতার বলি হতে হবে বার বার’— এমন হুঁশিয়ারিও উচ্চারণ করেন সমাবেশের সভাপতি জাকারিয়া চৌধুরী। খবর এনআরবি নিউজের। ১৫ আগস্ট বুধবার রাতে নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি বাংলাদেশি রেস্তোরাঁর মিলনায়তনে এ সমাবেশে বিপুলসংখ্যক প্রবাসী যোগ দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরল আমিন বাবু। বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট ষড়যন্ত্রের নিষ্ঠুর শিকারদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শুরু হওয়া এ আলোচনায় আরও অংশ নেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সিরাজুল মাওলা, ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন, হাজী আবুল হাশেম ও এ বি সিদ্দিক; ভাইস প্রেসিডেন্ট হাজী মফিজুর রহমান, মাসুদ হোসেন সিরাজি ও হাজী আবদুল কাদের মিয়া; যুগ্মসম্পাদক সুব্রত তালুকদার, আস্রাব আলী খান লিটন; সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক সিবলু, মাহফুজ হায়দার ও সুমন মাহমুদ; শিক্ষা সম্পাদক মোর্শেদ খান বদরুল, আবদুল বাতেন, ব্রুকলিন বরো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী এম এ জলিল, সহসভাপতি মো. ইদ্রিস, উপদেষ্টা মোস্তফা কামাল পাশা মানিক, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আস্রাবউদ্দিন প্রমুখ।

বক্তারা ১৫ আগস্টের ঘাতকের মধ্যে যারা কানাডা ও যুক্তরাষ্ট্রে পালিয়ে রয়েছে তাদের খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের সংকল্প ব্যক্ত করেন। তারা বলেন, আইনের শাসন সুসংহত করার লক্ষ্যেই ঘাতকদের বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের বিকল্প নেই।

সর্বশেষ খবর