শনিবার, ১৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

হৃদরোগ ইনস্টিটিউটে অ্যাবলেশন কর্মশালা

ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সম্প্রতি সম্পন্ন হলো দ্বিতীয় ত্রিমাত্রিক (থ্রি-ডি) ম্যাপিং এবং অ্যাবলেশন কর্মশালা। এ বছরের জানুয়ারিতে এ হাসপাতালে প্রথমবারের মতো ত্রিমাত্রিক প্রযুক্তির মাধ্যমে অনিয়ন্ত্রিত হৃদস্পন্দনের চিকিৎসা দেওয়া হয়। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমানের উদ্যোগে এবং ওই হাসপাতালের ইলেক্ট্রোফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মহসীন হোসেনের তত্ত্বাবধানে কর্মশালায় ১৮ জুন জটিল অনিয়ন্ত্রিত হৃদস্পন্দনের রোগীকে চিকিৎসা দেওয়া হয়। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর