রবিবার, ১৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
ইন্দোনেশিয়া ফেস্টিভ্যাল

বাবা রাফির স্বাদ নিতে ভিড়

নিজস্ব প্রতিবেদক

বাবা রাফির স্বাদ নিতে ভিড়

বাবা রাফির স্টল —বাংলাদেশ প্রতিদিন

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হলো ইন্দোনেশিয়া ফেস্টিভ্যাল ২০১৮। গতকাল রাজধানীর গুলশানে দেশটির ৭৩তম জাতীয় দিবস উপলক্ষে এ আয়োজন করে ঢাকায় অবস্থিত ইন্দোনেশিয়ার হাইকমিশন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশে ইন্দোনেশিয়ার অনারারি কনসাল ও পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সূফী মোহম্মদ মিজানুর রহমান। এ সময় ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনাপি সোয়েমারনোসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্যে সূফী মোহম্মদ মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশ ইন্দোনেশিয়ার সম্পর্ক ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ। উভয় দেশ ভবিষ্যতেও সহযোগিতার এ ধারাবাহিকতা বজায় থাকবে। এ অঞ্চলের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন সহযোগিতার ধারাবাহিকতা বজায় থাকবে।’

দিনব্যাপী আয়োজনের মধ্যে দেশটির স্থানীয় পোশাক, অলঙ্কার ও খাদ্য উৎসব ভিন্নমাত্রা দেয় পুরো উৎসবে। বিশেষ করে বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্দোনেশিয়ার চেইনশপ কাবাবের স্টল বাবা রাফি। এ স্টলে উপচে পড়া ভিড় ছিল ভোজন রসিকদের। বাবা রাফির সহকারী মহাব্যবস্থাপক মো. জিয়াউল হক জানান, দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ আন্তর্জাতিক খাদ্য মান বজায় রেখে বেশ কয়েক বছর ধরে দেশের ভোজন রসিকদের চাহিদা পূরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় ইন্দোনেশিয়া উৎসবে বাবা রাফি উপস্থিত হয়েছে। এতে বেশ ভালো সাড়া পাচ্ছেন বলেও তিনি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর