সোমবার, ২০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
ছাত্রকে পিটিয়ে হত্যা

কাউন্সিলরসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে বোনকে কটূক্তি করার প্রতিবাদে খুন হওয়া নাফি আল নাজরানের (১৮) হত্যার মূল পরিকল্পনাকারী কাউন্সিলর শামসুদ্দিনসহ ১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। শনিবার রাতে নিহতের পিতা নাজমুল হুদা বাদী হয়ে এ মামলাটি করেন। অভিযুক্ত আসামিরা হলেন— কমিশনার শামসুদ্দিন (৫০), রাকিবুল হাসান সুমন (১৬), সিয়াম (১৫), মেহেদি হাসান হিমেল (১৫), অয়ন হাসান (১৬), ছাইফুল (১৫), আশিষ (১৬), তাজ (১৬), সোহাগ (১৫), আল-আমিন (১৬), সানি (১৬), রুকন (১৬)। হালুয়াঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সিয়ামের চাচা মনিকূড়া ওয়ার্ডের কাউন্সিলর। এজাহারে উল্লেখ করা হয়েছে তার নির্দেশেই হত্যা করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে আমরা চারজনকে গ্রেফতার করেছি। গত শুক্রবার সন্ধ্যায় ঋতু নামে এক মেডিকেল শিক্ষার্থী মোবাইলের গ্রুপ মেসেঞ্জারে ‘ক্লেশ অ্যান্ড ক্লেইম’ নামে একটি মোবাইল গেম খেললে সেখানে ওই একই গ্রুপ মেসেঞ্জারের অপর সদস্য উত্তরবাজার এলাকার হালিমের সন্তান সুমন (১৬) বাজে মন্তব্য করেন।

 পরে ঋতু বিষয়টি  তার খালাতো ভাই নিহত নাজরানকে জানালে নাজরান তার প্রতিবাদ করেন। এরই জের ধরে শুক্রবার রাত আটটার দিকে সুমন তার বন্ধুদের নিয়ে নাজরানকে বেধড়ক মারধর করেন। পরে ভোর পাঁচটার দিকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। নিহত নাজরান গৌরিপুর পলিটেকনিক্যাল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর