সোমবার, ২০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ন্যূনতম গণতান্ত্রিক চর্চা ও পরিবেশ নেই : মওদুদ

নোয়াখালী প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন,  বর্তমানে ন্যূনতম কোনো গণতান্ত্রিক চর্চা নেই। গণতান্ত্রিক কোনো পরিবেশও নেই। গণতান্ত্রিক অধিকারও নেই কারও। আমার বাড়িতে নেতা-কর্মীরা দেখা করতে এলে তাদের পুলিশ গ্রেফতার করে। রবিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে তার নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মওদুদ আহমদ আরও বলেন, বর্তমানে রাজনীতি এত নিচু পর্যায়ে চলে যাবে তা আমি আশা করিনি। যতই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বিএনপির ওপর করা হোক না কেন, সরকারের চোখে বিএনপিকে নিষ্পেষিত করে দেওয়া হচ্ছে, বিএনপি আর নেই। কিন্তু তারপরও বিএনপির সমালোচনা ছাড়া আওয়ামী লীগের রাতে ঘুম হয় না। বেগম জিয়ার সমালোচনা ছাড়া আওয়ামী লীগের কোনো বক্তব্য সম্পূর্ণ হয় না। বিএনপিকে এমনভাবে নিশ্চিহ্ন করা হচ্ছে। বিএনপির আর কোনো দিন মাথাচাড়া দিতে পারবে না। আওয়ামী লীগ ভেবেছিল বেগম জিয়াকে যদি একবার কারাগারে নেওয়া যায়, তাহলে আর বিএনপি থাকবে না। বর্তমানে বিএনপি অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী।

মওদুদের বাড়িতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের হাতাহাতি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ব্যানার টানানো নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। রবিবার সকালে ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়িতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর