সোমবার, ২০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনকে আরও এক মাস সময় দিল ইসি

নিজস্ব প্রতিবেদক

ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন রক্ষায় ১৬  সেপ্টেম্বর পর্যন্ত প্রয়োজনীয় দলিলাদি জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। গতকাল শুনানি শেষে নির্বাচন কমিশন এ নির্দেশনা দিয়েছে বলে জানান দলটির সাধারণ সম্পাদক আবদুস সামাদ পিন্টু। ইসির চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রতিবেদন দেওয়া ও নিবন্ধন শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ায় গত জুনে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়। তবে দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থনের জন্য রবিবার তাদের বক্তব্য শুনেছে ইসি। এ শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানম এবং ইসি সচিব উপস্থিত ছিলেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের পক্ষ  থেকে সাধারণ সম্পাদকের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি শুনানিতে অংশ নেন।

এ বিষয়ে আবদুস সামাদ পিন্টু বলেন, শুনানিতে কমিশন আমাদের মাঠ পর্যায়ে সাংগঠনিক অবস্থার খোঁজ নিয়েছে; যথাসময়ে কাগজপত্র জমা দিতে পারিনি। ১৬  সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে কাগজপত্র জমা দেওয়ার জন্য। বেলা ১১টার পর আধ ঘণ্টার এ শুনানিতে সাংগঠনিক অবস্থা নিয়ে নথিপত্র জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে চাহিদামতো কাগজপত্র  দেওয়ার পরই যাচাই-বাছাই শেষে ইসির সিদ্ধান্ত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

 পিন্টু বলেন, আমাদের দলের নিবন্ধন তো পুরোপুরি বাতিল হয়নি। শুনানিতে আমাদের অবস্থান জানিয়েছি। এখন কাগজপত্র দিয়ে সন্তুষ্ট করতে পারলে নিবন্ধন বহাল থাকবে আশা করি। ২০০৮ সালে রাজনৈতিক দলের নিবন্ধন চালুর পর ২০০৯ সালে নবম সংসদ নির্বাচনের পরে ফ্রিডম পার্টি, দশম সংসদের আগে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়। একাদশ সংসদ নির্বাচনের আগে গত ১২ জুন কমিশনের ৩১তম কমিশন সভায় ২৯ নম্বর নিবন্ধিত দল ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ৮ অক্টোবর প্রশিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের  নেতৃত্বে ‘ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন’-এর আত্মপ্রকাশ ঘটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর